স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
তাহিরপুরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সিসি এমডি পরিবার পরিকল্পনা নারী ও শিশু ঢাকা আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের বাস্তবায়নে ও মায়ের হাসি,এনজেন্ডার হেলথ এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,বিশেষ অথিতির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,ডাঃ নাসরিন আক্তার,সিলেট ইসলামী ফাউন্ডেশন সহকারি পরিচালক মাওলানা শাহ মোঃ নজরুল ইসলাম,আমীর ইমাম সমিতি সুনামগঞ্জ শাখা সভাপতি মাওলানা ইদ্রিছ আহমেদ,ডাঃ দেবাশীষ,উপজেলা পঃপঃ কর্মকর্তা মোঃ সিরাজুল হক,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ