স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা থেকে জেলায় কৃষকদের কাছ থেকে ধানসংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার লালপুর এখলাকায় প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কিনে জেলায় আনুষ্ঠানিক ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। দুপুরে গৌরারং ইউনিয়নের লালপুর বাজারে তিনজন কৃষকের কাছ থেকে সরকারীভাবে ধান সংগ্রহ শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত সংসদ সদস্য এড. শামীমা শাহারিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সফর উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা প্রমুখ।
এদিকে ধান ক্রয়ে কোন ধরনের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।