1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে চতুর্থ পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান নিয়ে প্রেস কনফারেন্স স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: এমপি মানিক শাল্লায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং সুনামগঞ্জে উৎসে কর কর্তনের বিধি বিধান বিষয়ে ওয়ার্কিং সেমিনার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া জামালগঞ্জে ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ‘হৃদয়ে জাগে একাত্তর’ গ্রন্থের মোড়ক উন্মোচন ছাতকে জমিতে পানি সেচের প্রতিবন্ধকতা করে তারাবিলে মৎস্য আহরণ, অবশেষে বন্ধ ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নে কলেজ ও ওয়ার্ড ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হবে: এমপি মানিক মাহির জামিন মঞ্জুর করলেন আদালত সুনামগঞ্জে আন্তজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার গ্রেপ্তার

ছাতকে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কারসহ দু’লাখ টাকার মালামাল লুট

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ৪.২২ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে দিনে-দুপুরে তালাবদ্ধ ঘরে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা সাড়ে ৩টায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মৃত আবদুল হকের বাড়িতে। সংঘবদ্ধ চোরেরা দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে স্বর্ণালĽার-রুপা, নগদ টাকা, ১টি বাইসাইকেল, মূল্যবান কাপড় ছোপড়, দলীলপত্রসহ প্রায় দুই লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় জাহিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতেই ৮জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত আবদুল হকের স্ত্রী মনতেহা বেগম মুনিś।
জানা যায়, বসতঘর তালাবদ্ধ করে ৩ এপ্রিল ছেলে-মেয়েদের নিয়ে উপজেলার ˆছলা আফজলাবাদ ইউনিয়নের শেখপুর গ্রামে পিত্রালয়ে বেড়াতে যান মনতেহা বেগম মুনিś। তিনি স্থানীয় এনজিও সংস্থা ব্রাকের ইউনিয়ন স্বাস্থ্যকর্মী হিসেবে দীর্ঘ ১৫ বছর ধরে কর্মরত আসছেন। ঘর তালাবদ্ধ থাকার সুযোগে এবং মামলা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে রোববার বেলা সাড়ে ৩টার দিকে তালাবদ্ধ বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দুই ভরি ওজনের স্বর্ণালĽার, ৩ভরি ওজনের রোপার নুদুর, নগদ ২০হাজার টাকা, একটি বাইসাইকেল, দলীলপত্র, মুল্যবান কাপড়-ছোপড়, তিনটি মোবাইল সীম ও অন্যান্য মালামালসহ প্রায় দুই লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। এসময় চোরেরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ক্ষতি সাধন করে। খবর পেয়ে সন্ধ্যায় স্থানীয় জাহিদপুর ফাঁড়ির পুলিশের এসআই বিল্লালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই মনতেহা বেগম মুনিś বাদি হয়ে ছাতক থানায় মুক্তারপুর গ্রামের লিয়াকত আলী ও তার স্ত্রী মজমা বেগম, কালারাজা, আবদুল হাই, হিরামতি, দিলারা বেগম, আনোয়ার মিয়া, ইয়ান আলীর নাম উল্লেখ করে লিখিত একটি অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন ধরে অভিযুক ও তাদের লোকজন বাদিসহ তার সন্তানদের উপর অন্যায় ভাবে অত্যাচার-নির্যাতনসহ একের পর এক আক্রমন করে আসছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। লিয়াকত আলী ও কালারাজার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিনś মামলা বিজ্ঞ আদালতে বিচারাধিন আছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।##

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!