1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় মবসন্ত্রাসে মা ও ছেলে মেয়েকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কঠোর পদক্ষেপ: মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিবে সরকার সুনামগঞ্জ সদর হাসপাতাল: সিন্ডিকেট ভেঙে সেবাকেন্দ্রিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।। ইকবাল কাগজী সিলেটে পাথর কোয়ারি খোলার দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি, একাত্মতা প্রকাশ ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ধ্রুব এষ পেলেন ব্র্যাক—সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ হাওরে নয়া পানি বাস সংকট সমাধানের জন্য ৮দিনের আল্টিমেটাম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিএনপি সংবিধান রক্ষার পক্ষে, ছুড়ে ফেলার বিপক্ষে: রুহুল কবির রিজভী সরকারের কঠোর অবস্থানের কারণে আতঙ্কে এনবিআর কর্মীরা তারেক রহমান দেশে ফিরে জনগণের দিশারী হয়ে দেখা দিবেন: কামরুল

অসহায়ের পাশে আমরা।। সুনামগঞ্জ শুক্রবার একবেলা খাওয়ানো হলো ১১৫ জনকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৭.৫১ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র উদ্যোগে আজ শুক্রবার দুপুরে পৌর শহরের একটি স্থানে শহরের ভাসমান, বিভিন্ন এলাকার দরিদ্র, শ্রমিক, বেকার, অসহায় ১১৫ জন বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুকে রান্না করা খাবার খাওয়ানো হয়েছে। বাড়ি থেকে রান্না করে আনা হয় এসব খাবার। খাবারের মধ্যে ছিল ভাত, মোরগের মাংস ও ডাল। খাবার প্রস্তুত ও বিতরণ কাজ তত্ত্বাবধান করেন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিশ্বজন’র বন্ধুরা। খাবার পরিবেশনের সময় ‘অসহায়ের পাশে আমরা’ সংগঠনের অন্যতম সদস্য আইনজীবী-সাংবাদিক আইনুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে এর আগে করোনা পরিস্থিতিতে বিপাকেপড়া ১৯১ টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আগামিকাল শনিবার একইভাবে শহরের কয়েকটি এলাকায় খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হবে। সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের দেওয়া অর্থে এই সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের সবাই স্বেচ্ছাসেবী।
বৃহস্পতিবার ও শুক্রবার সংগঠনের তহবিলে যাঁরা অর্থ সহায়তা দিয়েছেন তাঁরা হলেন: লন্ডনপ্রবাসী সাংবাদিক জনাব মোহাম্মদ শাকির হোসাইন ৫০০০ টাকা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব শংকর চন্দ্র দাস ১৫০০০ টাকা, কবি ও সরকারি কর্মকর্তা জনাব কুমার সৌরভ ২৫০০ টাকা, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে ২০০০ টাকা, সরকারি কর্মকর্তা জনাব কৃপেশ চন্দ্র দাস ১০০০ টাকা, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব জেসমিন আরা বেগম ১০০০০ টাকা, মুক্তিযোদ্ধা-আইনজীবী বজলুল মজিদ ওচৗধুরী খসরু ৫০০০ টাকা।
সহায়তা বিতরণ প্রক্রিয়া: যে এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে প্রথমে ওই এলাকার একাধিক দোকানির মুঠোফোন ও বিকাশ নম্বর নেওয়া হয়। তারপর যাদের সহায়তা দেওয়া হয় তাদের একেবারে কাছাকাছি দোকানে সংগঠনের একজন স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে তালিকা অনুযায়ী এসব পণ্য ক্রয় করেন। এরপর দোকান থেকে সহায়তা গ্রহণকারী ব্যক্তিগণ নিজেরাই জিনিসপত্র সংগ্রহ করেন। পরে দোকানিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়। সহায়তা বিতরণের সময় সহায়তা গ্রহণকারীদের কোনো ছবি তোলা হয় না।
যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন। অর্থ সহায়তা দিতে পারেন। অর্থ প্রদানের জন্য বিকাশ: ০১৭১৫-২৯৪৯৪৪।
প্রয়োজনে যোগাযোগ:
অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু (০১৭১৫-২৯৪৯৪৪), অ্যাডভোকেট সালেহ আহমদ (০১৭১৬-২৯৫৮৫০), সাংবাদিক পঙ্কজ কান্তি দে (০১৭১৮-৩৪৫৯৭৫), সাংবাদিক-আইনজীবী খলিল রহমান (০১৭১৫-৪০৯৫৫২), ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী (০১৭১১-৯৫৫১৮৯), সাংবাদিক বিজন সেন রায় (০১৭২৮-৩৭৫৯৯৬), ক্রীড়া সংগঠক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী (০১৭১৫-০৪৫৯৫০), অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন (০১৭১৬-৪৬৬৯৬৬), শিক্ষক-সমাজকর্মী কানিজ সুলতানা (০১৭১২-২৫৮৮২৪), অ্যাভোকেট নাজনীন বেগম (০১৬৭৭-৫৫০৬৩৭), অ্যাডভোকেট এনাম আহমেদ (০১৭২৬-৮৯৯৯২৯), অ্যাডভোকেট এস এম মাহবুবুল হাছান শাহীন (০১৭১৬-১০৭৯৭৪), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী জাহাঙ্গীর আলম (০১৭১৪-৫৬৫৬১৪), লেখক-সাংবাদিক শামস শামীম (০১৭১২-৩২৯৯৯৭), সাংবাদিক-আইনজীবী এ আর জুয়েল (০১৭১৮-০৬০৯০৩)।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!