দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর বিশেষ সহকারী দিরাই পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মকসদ (৩৬) মিয়া ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে তিনি মারা যান।
শনিবার ১১টায় নিজ গ্রাম পৌর সদরের সুজানগর ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মকসদ মিয়ার অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকার সাংসদ আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর, সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায় যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ।