1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ৩৩ গুণ বেড়ে ৮,৮০০ কোটির বেশি, অর্থনীতিবিদরা বলছেন পাচার সন্দেহ ছাতকে যৌথ বাহিনীর অভিযানে ৯টি বালুবাহী নৌকা জব্দ, আটক ৭ ইরানের বিরুদ্ধে সামরিক হস্থক্ষেপে ট্রাম্পকে সংযতের আহ্বান বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১৬ জন আটক, ২টি নৌকাও জব্দ সুনামগঞ্জ চেম্বার ১১ মাস ধরে অচল, আইআরসি নবায়ন ও আমদানি কার্যক্রমে চরম অনিশ্চয়তা ভারত-মেঘালয় সীমান্তে রাতের কারফিউ, সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আ. লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচারণা নিষিদ্ধ ভারত, পাকিস্তান যুদ্ধ: ‘জেতেনি কেউ’ দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার জেরে বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজ ছাত্র পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত, এপিবিএনের কাছে থাকবে

স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ ও সুনামগঞ্জ সিভিল সার্জনের বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ২.০০ পিএম
  • ৭৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. তাউহীদ আহমেদ কল্লোল বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন সুনামগঞ্জবাসী।
বৃহস্পতিবার দুপুরে শহরের হাসনগরস্থ সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে বক্তারা সিভিল সার্জন ডা. তাউহীদ আহমেদের ২০দিনের মাথায় বদলিকে দুর্নীতির জয় বলে আখ্যায়িত করেন এবং অনতিবিলম্বে তা প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান।
সাংবাদিক শামস শামীমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা আসকের সভাপতি ফজলুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, জেলা সেবকের সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিরি সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, শিক্ষক নেতা হারুনুর রশিদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান তারেক, বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ স্বজন প্রমুখ।
বক্তারা সুনামগঞ্জ স্বাস্থ্য সেক্টরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবি জানিয়ে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জন ডা. তউহিদ আহমদ কল্লোলের বদলি স্থগিতের দাবি জানান।
বদলি স্থগিত না করলে নতুন নিয়োগকৃত সিভিল সার্জনকে দায়িত্ব গ্রহণ করতে দিবেন না বলে হুশিয়ারি উচ্চারণ করেন। প্রয়োজনে দুর্নীতিবিরোধী অবস্থানকারী সিভিল সার্জনের বদলি স্থগিত না করলে সিভিল সার্জন কার্যালয়ে তালা দেওয়া হবে বলে হুমকি দেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!