1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

পুনর্বাসিত রোহিঙ্গাদের জন্য সুপেয় পানির সুপারিশ

  • আপডেট টাইম :: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯, ১১.২৭ এএম
  • ১১৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নির্মিত ভাসান চর আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠক থেকে সেখানে পরিবেশ বান্ধব জ্বলানীর ব্যবস্থাসহ আয়বর্ধক কর্মসৃজনের জন্যও বলা হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন ও মো. মহিবুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্তরের দেশি-বিদেশি কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ‘বিএএফ বঙ্গবন্ধু কমপ্লেক্স’ নির্মাণ, বগুড়ায় বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ স্থাপন, চট্টগ্রামে বিমানসেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং যশোর (২য় সংশোধিত) প্রকল্প নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে ওই সকল প্রকল্পের কাজ পরিকল্পিতভাবে ও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!