1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় মবসন্ত্রাসে মা ও ছেলে মেয়েকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কঠোর পদক্ষেপ: মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিবে সরকার সুনামগঞ্জ সদর হাসপাতাল: সিন্ডিকেট ভেঙে সেবাকেন্দ্রিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।। ইকবাল কাগজী সিলেটে পাথর কোয়ারি খোলার দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি, একাত্মতা প্রকাশ ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ধ্রুব এষ পেলেন ব্র্যাক—সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ হাওরে নয়া পানি বাস সংকট সমাধানের জন্য ৮দিনের আল্টিমেটাম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিএনপি সংবিধান রক্ষার পক্ষে, ছুড়ে ফেলার বিপক্ষে: রুহুল কবির রিজভী সরকারের কঠোর অবস্থানের কারণে আতঙ্কে এনবিআর কর্মীরা তারেক রহমান দেশে ফিরে জনগণের দিশারী হয়ে দেখা দিবেন: কামরুল

শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের বিবৃতি

  • আপডেট টাইম :: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯, ৩.২৬ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব ২০১৯ পর্ষদ’র আমন্ত্রণপত্রে ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানসূচি উল্লেখ করার নিন্দা জানাই। ওই পর্ষদের এরকম আচরণে আমরা বিস্মিত ও মর্মাহত হয়েছি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট সফরকালে শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের আমন্ত্রণে দুদিন তিনি বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে এসেছিলেন। রবীন্দ্র আগমনের সেই ঐতিহাসিক ঘটনাকে বিশেষভাবে স্মরণ করার জন্য ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ সিলেটে রবীন্দ্র আগমনের শতবর্ষপূর্তির পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। নিজেদের অর্থায়নে পৃথকস্থানে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ৭টায় চাঁদনীঘাট থেকে বন্দরবাজার ব্রহ্ম মন্দির পর্যন্ত শোভাযাত্রা, সকাল সাড়ে ৮টায় ‘শব্দে-ছন্দে রবীন্দ্র স্মরণ। সন্ধ্যা ৬টায় রিকাবীবাজারস্থ কবি কাজী নজরুল অডিটোরিয়ামে ‘আজি এ আনন্দ সন্ধ্যা’শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংকলন ‘পূর্বাপর’এর মোড়ক উন্মোচন।
কিন্তু আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব ২০১৯ পর্ষদ’র ফেইসবুক ইভেন্টে একটি আমন্ত্রণপত্র নজরে আসে। তাতে তাদের অনুষ্ঠানমালায় ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানসূচি উল্লেখ করা হয়, যা শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ তাদের ছাপানো আমন্ত্রণপত্রে ইতিমধ্যেই প্রকাশ করেছে। তাতে করে ব্রাহ্ম সমাজের পৃথক এবং নিজেদের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠান নিয়ে সিলেটের সুধীমহলে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বলে আমরা মনেকরি। ‘সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ ২০১৯ পর্ষদের এরকম আচরণে আমরা বিস্মিত ও মর্মাহত হয়েছি। আমরা মনেকরি পর্ষদের আমন্ত্রণপত্রে ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানসূচি উল্লেখ থাকার কারণে সুধীমহলে এই বিভ্রান্তি তৈরি হতে পারে যে অনুষ্ঠানসূচিতে উল্লেখিত অনুষ্ঠানাদি ওই পরিষদই করছে। কিন্তু সত্য হলো ৫ নভেম্বরের সকল আয়োজনের মূলভিত্তি হলো শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের প্রগতিশীল চেতনা, অসীম আবেগ ও সাহস।’
শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ মনে করে, রবীন্দ্র আগমনের শতবর্ষপূর্তির এই মুহুর্তে সিলেটের রবীন্দ্র অনুরাগী মানুষের সবধরণের আয়োজন একটা সমষ্টিগত শুভবোধের লক্ষণকে প্রকাশ করে। এই সম্মিলিত সমমনস্কতা একটা সমাজের গুণগত বৈশিষ্ট্যকে তুলে ধরে। রবীন্দ্রনাথকে ঘিরে সমস্ত আয়োজন কারো একার নয়, সবার। কিন্তু কর্মে অংশগ্রহন না করে অন্যের শ্রমের ফসল ঘরে তোলা রবীন্দ্র-দর্শন কেন, পৃথিবীর কোন নীতি শিক্ষারই অংশ হতে পারে না।

বেদানন্দ ভট্টাচার্য
সভাপতি

বিজয় কৃষ্ণ বিশ্বাস
সাধারণ সম্পাদক

শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!