সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফেনারবাক ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের নিধিপুর ও আমানীপুর গ্রামে পৃথক পৃথক সভা অনুষ্টিত হয়। ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে তৃণমুল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আওয়াজিত। দি হাঙ্গার প্রজেক্ট’র বাস্তবায়নে ও গেইন সংস্থার সহযোগীতায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ডের আমিনীপুর গ্রামের গন্যমান্য ব্যক্তি মো. আরজ আলী। সেচ্ছাব্রতী প্রশান্ত ভৌমিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো. ছাদির মিয়া, পালন মিয়া, জামিনা খাতুন, সালেহা, শান্তি বেহম, আসিয়া সহ ২৫ জন নারী পুরুষ অংশ গ্রহণ করেন। অপর দিকে একই ওয়ার্ডের নিধি পুর গ্রামে বিকেলে অনুষ্টিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গন্যমান্য ব্যক্তি সুকেশ তালুকদার। স্বেচ্ছাব্রতী শিমুল সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নিধিপুর গ্রামের নিখিল সরকার, বিপ্লব বিশ্বাস, আকাশ, সুমিত সরকার, দিবা তালুকদার, সঞ্চিতা তালুকদার, সুযতœ সরকার সহ গ্রামের ২৭ জন নারী পুরুষ অংশ গ্রহণ করেন।