তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলায় তোফায়েল আহমদ (১২) নামে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে। সোমবার বেলা ১টার দিকে পরিবারের সবার অলক্ষ্যে বড়ছড়া পুর্বপাড়ার নিজ বসতবাড়ি লাগোয়া বড়বোন তাজ মহল বেগমের বসতঘরের আড়া (ধর্ণা)’র সাথে রশি পেঁচিয়ে তোফায়েল আত্মহত্যা করে।
নিহত তোফায়েল উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের বড়ছড়া শুল্ক ষ্টেশন লাগোয়া বড়ছড়া পুর্বপাড়ার হারুন মিয়া ও জবেদা বেগমের ছেলে। নিহত তোফায়েল উপজেলার উত্তর শ্রীপুরইউনিয়নের গোলকপুর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
তাহিরপুর থানার এসআই মো. গোলাম মোস্তফা জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ সন্ধায় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।