1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় মবসন্ত্রাসে মা ও ছেলে মেয়েকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কঠোর পদক্ষেপ: মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিবে সরকার সুনামগঞ্জ সদর হাসপাতাল: সিন্ডিকেট ভেঙে সেবাকেন্দ্রিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।। ইকবাল কাগজী সিলেটে পাথর কোয়ারি খোলার দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি, একাত্মতা প্রকাশ ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ধ্রুব এষ পেলেন ব্র্যাক—সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ হাওরে নয়া পানি বাস সংকট সমাধানের জন্য ৮দিনের আল্টিমেটাম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিএনপি সংবিধান রক্ষার পক্ষে, ছুড়ে ফেলার বিপক্ষে: রুহুল কবির রিজভী সরকারের কঠোর অবস্থানের কারণে আতঙ্কে এনবিআর কর্মীরা তারেক রহমান দেশে ফিরে জনগণের দিশারী হয়ে দেখা দিবেন: কামরুল

সরকারের দুর্নীতি বিরোধী অভিযান দেশে-বিদেশে প্রশংসিত হলেও বিএনপির গাত্রদাহ হচ্ছে : ওবায়দুল কাদের

  • আপডেট টাইম :: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১.১৭ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান দেশে বিদেশে প্রশংসিত হলেও তা দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে।
তিনি বলেন, ‘সরকার সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে। নিজ দলের ভিতরেও এ্যাকশন চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অভিযান দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। সরকারের জনপ্রিয়তা গত কয়েক দিনে আরো বেড়েছে। তা দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে।’
ওবায়দুল কাদের আজ কক্সবাজারে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সরকারি বেসরকারি অফিস প্রধান ও স্থানীয় সুধীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অন্য দলের লোক নয়; নিজের দলের লোক মনে করেই অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। সরকারের এই শুদ্ধি অভিযান সকল মহলে প্রশংসা পেয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।
সরকারি কর্মকর্তাদের উদেশ্যে মন্ত্রী বলেন- ‘জনগণের সেবায় নিরপেক্ষ ভাবে কাজ করুন। আপনাদের আওয়ামী লীগ করার প্রয়োজন নেই। কাউকে খুশি করার দরকার নেই। প্রধানমন্ত্রী আপনাদের নির্দেশ দিয়েছেন। ভয় ভীতি ত্যাগ করে নিরপেক্ষ ভাবে কাজ করুন, তাতেই আওয়ামী লীগের উপকার হবে।’
‘বিএনপির টপ টু বটম সবার পদত্যাগ করা উচিত’ উল্লেখ করে কাদের বলেন, ‘বিএনপির নেতা কর্মীরা তাদের দলের প্রধানকে মুক্ত করতে দেড় বছরে দেড় মিনিটও রাস্তায় নামতে পারেনি। বিরোধীদল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনেও ব্যর্থ হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, সংসদ সদস্য পংকজ দেবনাথ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল ,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য লে. কর্নেল আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
এরআগে বেলা সাড়ে ১১ টার সময় কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগ কার্যালয়ে নতুন ভবন এবং জেলার ৮ টি সড়ক প্রকল্পের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন- রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে কক্সবাজারের পরিবেশ, অর্থনীতি, পর্যটন শিল্প ও ব্যবসা বাণিজ্য সহ আঞ্চলিক নিরাপত্তা এখন হুমকীর মূখে। রোহিঙ্গারা যাতে দ্রুত মিয়ানমারে ফিরে যায় এ ব্যাপারে সরকারের উদ্যোগের কোন ঘাটতি নেই।
রোহিঙ্গা ইস্যুতে বিশৃংখলার উস্কানি না দিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা দেশের জন্য বড় বোঝা। দেশটা আমাদের সকলের। আমরা আজ আছি, কাল নেই; ক্ষমতা চিরদিন থাকে না। আমরা না থাকলে সরকারে যারা থাকবে তাদের ওপরই এ সমস্যা বর্তাবে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘অহেতুক বিশৃংখলার উস্কানি না দিয়ে; রোহিঙ্গা সমস্যাটিকে রাজনৈতিক ইস্যু না বানিয়ে দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করুন। এটা একটা জাতীয় দুর্ভাবনার বিষয়। সেই দুর্ভাবনার অংশীদার আপনারাও।’
মন্ত্রী এদিন কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নতুন ভবন, জরুরি সহায়তা প্রকল্পের আওতায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের প্রশস্ত করণ কাজ, খুরুশকুল-চৌফলদন্ডী-ঈদগাঁও সড়ক, মহেশখালী উপজেলার জনতা বাজার থেকে গোরকঘাটা সড়ক, কক্সবাজার শহরের লিংকরোড থেকে হলিডে মোড় পর্যন্ত সড়কের চার লেনে উন্নীতকরণ, কুতুবদিয়ায় সড়ক উন্নীতকরণ ও পেকুয়া বাজার থেকে মগনামা ঘাট পর্যন্ত সড়কের কাজের উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!