জাকির হোসেন রাজু, বিশ্বম্ভরপুর::
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে হালিমা খাতুন নামের ৯ম শ্রেণী এক ছাত্রী। সোমবার উপজেলা সহকারী কমিনার (ভূমি) বিজেন ব্যানার্জি উপজেলার সলুকাবাদ ইউনিয়নে মাঝেরটেক গ্রামে আয়োজিত উক্ত বাল্য বিয়ে বন্ধ করেন। এলাকাবাসীর খবরের প্রেক্ষিতে প্রশাসন বাল্যবিয়েটি ভেঙ্গে দিতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিনার (ভূমি) বিজেন ব্যানার্জি বলেন, উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মাঝেরটেক গ্রামের আব্দুল হেলিম তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বিয়ের আয়োজন করেছিল আজ সোমবার । আমরা গোপন সংবাদের বিত্তিতে ফোর্সসহ উপস্হিত হলে আমাদের উপস্হিতি টের পেয়ে বরসহ বরের সাথে লোকজন ও কনের পিতা পালিয়ে যান।