স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সুলভমূল্যে উন্নত সেবা নিয়ে যাত্রা শুরু করেছে ‘হোটেল আয়ান বাবা’। সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মধ্যবাজারে অবস্থিত যুক্তরাজ্য যযুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমেদের মালিকানাধীন এই আবাসিক হোটেলটি গত মাসের ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
আনুষ্টানিক উদ্বোধনের পরেই হোটেলটি গ্রাহকদের সুলভমূল্যে, উন্নত ও আধুনিক পরিবেশে সেবা দিয়ে যাচ্ছে। পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে সেবা দেওয়ায় গ্রাহকরাও খুশি। গ্রাহকরা জানিয়েছেন উন্নত পরিবেশ, আধুনিক ব্যবস্থাপনার কারণে ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে হোটেলটি। উন্নত ও আধুনিক ব্যবস্থাপনা থাকার পরও শহরের অন্যান্য হোটেল থেকে কম মূল্যে সেবা দিচ্ছে গ্রাহকদের। হোটেলটিতে ভিআইপি, এসি, নন এসিসহ নানা ধরনের আরামদায়ক কক্ষ রয়েছে। শীঘ্রই হোটেলে আরো নানা ধরনের সেবা নিয়ে আসা হবে বলে জানা গেছে। হোটেল বুকিংসহ যে কোন সেবার জন্য হোটেল ম্যানেজারের এই নন্বরে ০১৭৬৮৮৮৩০০১ যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হোটেলটির স্বত্তাধিকারী ফরহাদ আহমেদ বলেন, হোটেল আয়ান বাবাকে শুরু থেকেই গ্রাহকবান্ধব, পরিচ্ছন্ন, মনোরম পরিবেশে সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া শহরের অন্যান্য হোটেল থেকেও সুলভমূল্যে উন্নত সেবা পাবেন গ্রাহকরা। আগামীতে গ্রাহকবান্ধব আরো সেবা চালু করা হবে।