1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় মবসন্ত্রাসে মা ও ছেলে মেয়েকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কঠোর পদক্ষেপ: মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিবে সরকার সুনামগঞ্জ সদর হাসপাতাল: সিন্ডিকেট ভেঙে সেবাকেন্দ্রিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।। ইকবাল কাগজী সিলেটে পাথর কোয়ারি খোলার দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি, একাত্মতা প্রকাশ ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ধ্রুব এষ পেলেন ব্র্যাক—সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ হাওরে নয়া পানি বাস সংকট সমাধানের জন্য ৮দিনের আল্টিমেটাম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিএনপি সংবিধান রক্ষার পক্ষে, ছুড়ে ফেলার বিপক্ষে: রুহুল কবির রিজভী সরকারের কঠোর অবস্থানের কারণে আতঙ্কে এনবিআর কর্মীরা তারেক রহমান দেশে ফিরে জনগণের দিশারী হয়ে দেখা দিবেন: কামরুল

হাওরের ভূপ্রকৃতি বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে: হাওর সংলাপে বক্তারা

  • আপডেট টাইম :: শনিবার, ৩ আগস্ট, ২০১৯, ৩.৪২ পিএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
ভূপ্রাকৃতিক বিবেচনায় হাওরের উন্নয়নে আলাদা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন অবকাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন হাওরবাসী। হাওরাঞ্চলের সাত জেলা নিয়ে হাওরাঞ্চল উন্নয়ন পরিষদ গঠন করে ও হাওর বাজেটের মাধ্যমে এই অঞ্চলের সুষম উন্নয়নের দাবি জানান তারা। হাওরের প্রধান সম্পদ ধান, মাছ, পাথর আহরণেও সুষ্টু ব্যবস্থাপনা, ফসলরক্ষায় স্থায়ী বাধের বদলে নদী ও খাল খনন করে ফসলরক্ষার কথা বলেন অংশগ্রহণকাীরা। তাছাড়া ২০ একরের নিচের হাওরের সকল জলমহাল ইজারা প্রথা বন্ধ করে উন্মুক্ত প্রক্রিয়ায় হাওরবাসীকে মাছ ধরার সুযোগ প্রদান এবং বর্ষাকালীন প্রায় ৪-৮ মাস কর্মহীন কৃষক-মৎস্যজীবীদের ভিজিডির আওতায় নিয়ে এসে মৎস্য সম্পদ রক্ষার কথা বলেন।
হাওর অঞ্চলের জীবন-জীবিকা: সরকারি পরিষেবার ভূমিকা শীর্ষক সংলাপে এসব কথা বলেন হাওরাঞ্চলের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শহরের পানসি রেস্টুরেন্ট হলরুমে এই সংলাপ অনু্িষ্টত হয়। দাতা সংস্থা অক্সফাম ইন বাংলাদেশ ও গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সংলাপের আয়োজন করে। সংলাপে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ছাত্র, জনপ্রতিনিধি, কৃষক, রাজনীতিবিদ, উন্নয়নকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন। বক্তারা উন্নয়নের স্বার্থে দুর্নীতি, অব্যবস্থা বন্ধেরও দাবি জানান। তাছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, হাওরাঞ্চল পহাড়, সমতল ও নিচু ভূমি নিয়ে গঠিত। কিন্তু এই অঞ্চলের ভিন্ন বৈশিষ্ট বিবেচনায় না নিয়ে সাধারণ একনেন্দ্রিক পরিকল্পনা গ্রহণ করা হয়। হাওর অঞ্চলের জীবন জীবিকার উন্নয়নের জন্য পৃথক পরিকল্পনা প্রয়োজন। প্রয়োজনে পার্বত্যাঞ্চলের মতো সাত হাওর জেলা নিয়ে হাওর উন্নয়ন পরিষদ গঠন করতে হবে। হাওরের বিশাল নারী গোষ্ঠীকে কর্মপ্রক্রিয়ায় নিয়ে আসতে হাওরের প্রতিটি গ্রামে সমবায়ের মাধ্যমে নারী সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনেরও পরামর্শ দেন। অধিকাংশ বক্তাই হাওরের কৃষি ও মৎস্য উন্নয়নে স্বচ্ছতার ভিত্তিতি প্রকল্প গহণ ও বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, সরকার বিল খনন, মৎস্যচাষ ও হাওরের বাধ রক্ষায় প্রতি বছর কোটি কোটি টাকা দিলেও দুর্নীতি থামানো যাচ্ছেনা। যাচ্ছেতাই ভাবে প্রকল্প শেষ করে বরাদ্দ নয়ছয় করা হচ্ছে। হাওরের স্থায়ী বাধের বদলে নদ নদী খনন করে দিলে হাওরের কৃষকের একমাত্র বোরো ফসল সুরক্ষিত হবে। হাওরের বোরো ফসল তোলার পর বিশাল কর্মহীন জনগোষ্ঠীকে ৪-৮ মাসের জন্য ভিজিডির আওতায় নিয়ে আসলে হাওরের মৎস্যসম্পদ সুরক্ষা হবে বলে অভিমত দেন বক্তারা। তাছাড়া মওসুমে ধান কাটা হওয়ার পরই হয়রানিমুক্ত পরিবেশে কৃষকদের কাছ থেকে সরাসরি ধানসংগ্রহের দাবি জানানো হয়। সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রিডিরেক্টর ড. দীপঙ্কর দত্ত, নারী নেত্রী শিলা রায় প্রমুখ। সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
সংলাপে অংশগ্রহণকারী পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন হাওরবাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের সভাপতি এডভোকেট ও মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, এডভোকেট শফিকুল আলম, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সাংবাদিক পঙ্কজ দে, আল হেলাল, শামস শামীম, এমরানুল হক চৌধুরী, মাহতাব উদ্দিন তালুকদার, আসকের সভাপতি মো. ফজলুল হক, সাংবাদিক আমিনুল ইসলাম, বাবরুল হাসান বাবলু, ইউপি সদস্য মতিউর রহমান মতি, সালেহীন চৌধুরী শুভ, গৌরী ভট্টাচার্য, নিপা হাজং প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন সংলাপে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!