স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের প্লাবিত ১১ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উঁচু এলাকায় কিছুটা উন্নতি হলেও নি¤œাঞ্চলে অপরিবর্তিত রয়েছে। পানিবন্দি মানুষ ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এদিকে সুরমা নদীর পানি কিছুটা কমেছে। বৃষ্টিপাতও কমেছে। মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপদসীমার ৭২ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২৯ মি.মি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে বন্যাকবলিত এলাকায় ১ লাখ ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ২২টি। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তাছাড়া প্রতিটি উপজেলায় কন্ট্রোলরোম খোলা হয়েছে।
নি¤œাঞ্চলের পানিবন্দি মানুষজন জানিয়েছেন তারা ত্রাণ পাচ্ছেন না। তাদের অনেককেই সন্তান সন্ততি নিয়ে দুর্ভোগে দিন পার করছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফরিদুল হক জানিয়েছেন প্রথম দফা ত্রাণ বিতরণ শেষে এখন দ্বিতীয় দফা ত্রাণের বরাদ্দ বণ্ঠন করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাচ্ছেন বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভূইয়া জানিয়েছেন সুরমা নদীর পানি কমলেও এখনও ৭২ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঢল ও বর্ষণ কমায় পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানান তিনি।