1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

বন্যা কবলিত তিন শতাধিক পরিবারের মধ্যে ‘যুগান্তর স্বজন সমাবেশে’র ত্রাণসামগ্রী বিতরন

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ২.২২ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সুনামগঞ্জ তাহিরপুরে বন্যা কবলিত তিন শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
রবিবার দুপুর থেকে সন্ধা অবধি তাহিরপুরের ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ ভ’তপুর্ব ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প (টিএলএমপি) উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে প্রকল্পের আশেপাশে ২৫ গ্রামের বন্যা কবলিত পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।,
যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার ব্যবস্থাপনায় ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প
(টিএলমপি) উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার, দি বাংলাদেশ টুডে’র সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ ও তার সহধর্মীনি একই শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রয়াত বীরমুক্তিযোদ্ধার সন্তান, সপ্রাবি শিক্ষক এবং যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার মহিলা,শিশু ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মনোয়ারা আজাদের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় দুই লাখ টাকা অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।,
উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে অধ্যক্ষ মো. খায়রুল আলমের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ, জনপ্রতিনিধি,প্রশাসনেরদায়িত্বশীলগণ, এলাকার সুশীল সমাজ সহ যুগান্তর স্বজন সমাবেশের সদস্যগণের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে বন্যা কবলিত পরিবারের লোকজনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (অব.সিবিএ নেতা) আলহাজ্ব রৌজ আলী।
এ সময় সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, সহকারি প্রধান শিক্ষক মুহিবুর রহমান সারোয়ার, প্রভাষক হামিদুল ইসলাম,মখলিছুর রহমান, সহকারি শিক্ষক (টিএলএমপির প্রাক্তন শিক্ষার্থী) মোস্তফা জামান লিটন, অসীম মন্ডল,ধর্মীয় শিক্ষক মাও. ফখর উদ্দিন, আবু বকর ছিদ্দিক, তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কবির আহমদ,এএসআই (এবি) মাছুম মিয়া, সাংবাদিক আতিকুর রহমান, রাজন চন্দ, আবুল কাসেম, রাহাত হাসান মুন্না, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক ডা. মিলাদুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য সাফিল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মাইন উদ্দিন খান, ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম শিকদার, বাবুল মিয়া তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রাসেল আহমেদ রতন, শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান জিয়া, স্বজন সদস্য জাহাঙ্গীর আলম, আইয়ুব আলী , আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার সীমান্তজনপদ হাওর তীরবর্তী বন্যা কবলিত এলাকা ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প, প্রকল্পের কাঁচা কলোনী, লাকমা, লাকমা পশ্চিমপাড়া, লালঘাট, বড়ছড়া, বুরুঙ্গাছড়া, পুটিয়া, দুধের আউটা, বালিয়াঘাট, সড়কপাড়া, বানিয়াগাঁও, মাটিয়াইন, তেলিগাঁও, জামালপুর, বুড়াঘাট, বিন্নারবন্দ, নালেরবন্দ, লেদারবন্দ, বাঁশতলা, রজনীলাইন, নয়াবন্দ, খলিশাজুরি, তরং, মদনপুর, গ্রামের তিন শতাধিক বন্যার্ত পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরনকৃত ১৪ পদের ত্রান সমাগ্রীর মধ্যে রয়েছে,২কেজি চাল,১ কেজি আটা, ১ কেজি মুড়ি, ১কেজি চিড়া,১কেজি ডাল,১কেজি গুড়,১ লিটার সয়াবিন তৈল, ১কেজি লবন, ৫প্যাকেট খাবার স্যালাইন, ৫টি মোমবাতি, ২টি দেয়াশলাই, ১টি গোসলের সাবান, ১টি কাপড় ধোয়ার সাবান, ও ১ প্যাকেট করে শিশুখাদ্য।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!