স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার রবিবার তাহিরপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বিভিন্ন গ্রামের প্রায় চার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, শুকনো খাবার বিতরণ করেন ও বন্যা কবলিত এলাকার নারী-শিশুদের খোঁজ-খবর নেন।
উপজেলার আমবাড়ি, বুরখারা, জামলাবাজ, বাগলী, রতনপুুর, সাহস নগর, গোপীনাথ নোয়াগাঁও, জগদীশপুুর, রামেশ্বরপুর, কাউকান্দি, কুকুরকান্দি, ইসলামপুর, পাগলপুর, রসুলপুর, ইন্দ্রপুর, ইকরামপুর ও মধ্যনগর থানার কামারগাঁও গ্রামে চাল বিতরণ করেন তিনি।
ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন, তাহিরপুর উপজেলা কৃষক লীগের যুুুগ্ম আহবায়ক খসরু ওয়াহিদ চৌধুরী, যগ্ম আহবায়ক জুলহাস মল্লিক, উত্তর বড়দল ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক দিলোয়ার হোসেন দুলাল, দক্ষিণ বড়দল ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক ডা. রহমত আলী, উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক শেখ মস্তফা, বাদাঘাট ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক শামসুদ্দিন, যুগ্ম আহবায়ক নাসির মিয়া, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগ কৃষক লীগ নেতা সানোয়ার আলম সান্টু, মামুন মিয়া, আ. রকিব, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, ছাত্র লীগ নেতা রাজন চন্দ, আবুল কাশেম, শ্যারন মিয়া প্রমুখ।