1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

দোয়ারায় শাহজালাল (রা.) জামেয়া ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার সূচনা

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুলাই, ২০১৯, ৩.২৫ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আনুষ্ঠানিক ভাবে শাহজালাল (রা.)জামেয়া ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার শুভ সূচনা হয়। শনিবার সকাল ১০টার সময় দোয়ারা বাজার উপজেলাস্থ মান্নারগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের পুরাতন জামে মসজিদে এক সাধারণ সভার আয়োজন করা হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা আনোয়ার হোসেন আব্দুল্লাহ (সাবেক প্রিন্সিপাল দ্বীনি সিনিয়র ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসা। সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেক্রেটারি এড. মোহাম্মদ মাসুক মিয়া, সহ সভাপতি ইশ্বাদ আলী,। প্রদান উপদেষ্টা সাবেক প্রদান শিক্ষক মাওলানা নুর উদ্দিন, অর্থ সম্পাদক আশ্বাব আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য তালেব আলী, মুক্তিযোদ্ধা আরশ আলী, আব্দুস সাত্তার, আকবর আলী, শামসুল ইসলাম, ফরিদ মিয়া, আসকর আলী, আমিনুল হক, হারুন মিয়া, নুর ইসলাম, মখতছির, সাব্বির খান, রুহুল আমিন সোহেল মিয়া ও নবীন প্রবীনসহ গ্রামের বিশিষ্ট জনেরা।
গ্রামের সকলের সম্মতিক্রমে রামপুর, ইসলামপুর, করিমপুর, পিরিজপুর, আঈমা, বদরপুর, বসন্তপুর এই সাতটি গ্রামের সমন্বয়ে প্রতিষ্ঠানের প্রস্তাবিত নাম হিসেবে শাহজালাল (রা.) জামেয়া ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসা সপ্তগ্রাম, রামপুর রাখা হয়।
এসময় প্রতিষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় হযরত মাওলানা আনোয়ার হোসেন আব্দুল্লাহ বক্তব্যে প্রতিষ্ঠানের পরবর্তী কার্যবিবরনী আলোচনা ও পর্যালোচন জনগণের সামনে তুলে ধরে বলেন ২০২০ সালের জানুয়ারীতে একাডেমিক কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানের কল্যানে এলাকার জনগণের বৃহত্তর স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এবং প্রতিষ্ঠানের দ্বীনি পরিবেশ জনগণের উপর প্রভাব ফেলে জনগণকে প্রত্যাশিত সমাজ উপহার দিবে বলে ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!