দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সুনামগঞ্জ জেলা প্রতিনিধ হাবিবুর রহমান তালুকদারের হজ গমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১‘১টায় দিরাই প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সহ-সভাপতি সোয়েব হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদদৌলা তালূকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, অনলাইন প্রেসক্লাব সভাপতি ইয়াহিয়া চৌধুরী, সহ-সভাপতি ইকাবল হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, কবি ফারুকুর রহমান চৌধুরী, সাংবাদিক জাহেদ মিয়া, ব্যবসায়ী কবির হোসেন, হেলু মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফিজ ইদ্রিস আহমদ। উল্লেখ্য হাবিবুর রহমান তালুকদার পবিত্র হজ পালনের লক্ষে আগামী ১৯জুলাই সৌদী আরবে যাচ্ছেন।