শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার প্রবীণ ও বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাস আর নেই। সোমবার (৩জুন) সকল সাড়ে সাত টায় তিনি সিলেটস্থ নিজ বাস ভবনে শেষ-নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার-সিরোসিসে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, তিন কন্যা সন্তানন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শাল্লা উপজেলা আওয়ামী লীগে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব দীর্ঘ ২৩ বছর শাল্লঅ উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত সেনগুপ্তের অতি বিশ্বস্থ ও রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামে। তিনি মুক্তিযুদ্ধের প্রথম সারির সংগঠক ছিলেন।
সিলেটের চালিবন্দর মহাশ্মশাণ ঘাটে তাঁর অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
মহিম চন্দ্র দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন প্রমুখ।