স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। পৌর এলাকার সাত শতাধিক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়।
গতকাল রবিবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, কৃষক লীগ নেতা যতীন্দ্র মোহন তালুকদার, যুবলীগ নেতা বকুল তালুকদার, ছাত্র লীগ নেতা হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।