স্টাফ রিপোর্টার ::
পুলিশ সাংবাদিক একে অপরের সম্পূরক, পেশাগত দায়িত্ব পালনে পুলিশ সাংবাদিক একে অপরকে সহযোগীতা করবে এটাই চিরাচায়িত নিয়ম। সুনামগঞ্জের সাংবাদিক মহল সব সময় জেলা পুলিশকে ভিবিন্নভাবে সহযোগীতা করে আসছে। আমি আশা করি সহযোগীতার এধারা অব্যাহত থাকবে। উপরোক্ত কথাগুলি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের পানসী রেস্টুরেন্টে সুনামগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান উপরোক্ত কথাগুলো বলেন।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানের আমন্ত্রণে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, সুনামগঞ্জ সাংবাদিক ফোরাম, ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, নতুন দিন পত্রিকার সম্পাদক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শেরগুল আহমদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সাংবাদিক পংকজ কান্তি দে, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার প্রমুখ।