দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদ ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের পৃথক পৃথক ভাবে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়ার সভাপতিত্বে, ইউপি সচিব আব্দুর রকিবের পরিচালনায় ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক নুরুল হক, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার।
সভায় আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য আশারাফ আলী, আনোয়ার হোসেন, সুজন চন্দ্র তালুকদার, সদস্যা পু®প বেগম, রোকেয়া বেগম সহ প্রমূখ।
সভায় জয়কলস ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রকিব ২০১৯-২০২০ অর্থ বছরের ১ কোটি ৪ লক্ষ ৫৫ হাজার ৩৫১ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে ৯৮ লক্ষ ৬০ হাজার ১৩১ টাকা ব্যয় ও ৫ লক্ষ ৯৫ হাজার ২২০ টাকা সমাপনী জের রাখা হয়।
অপরদিকে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার বেলা ২টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওবায়দুল হক মিলনের পরিচালনায় উন্মুক্ত বাজেট পেশ করেন ইউপি সচিব শামীম আহমদ।
বাজেট সভায় বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক শিক্ষক মনোয়ার আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমন, কামাল হোসেন, শহিদুন নুর, মহি উদ্দিন সাদিক, রইছ মিয়া, আজির উদ্দিন, সদস্যা কুহিনুর বেগম সহ প্রমূখ।
সভায় পূর্ব পাগলা ইউপি সচিব শামীম আহমদ ২০১৯-২০২০ অর্থ বছরের ৮৬ লক্ষ ৪৮ হাজার ৬২৩ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে ৮৫ লক্ষ ৪ হাজার ৭২৮ টাকা ব্যয় ও ১ লক্ষ ৪৩ হাজার ৮৯৫ টাকা সমাপনী জের রাখা হয়।