সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভীমখালী ইউনিয়নে ২ গাজা ব্যবসায়ী কে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম তাসলিমা আহমেদ পলি পৃথক-পৃথক সাজা প্রদান করেছেন।
উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকৎখা বাজার থেকে গাঁজা বিক্রির সময় ভান্ডা উত্তর পাড়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মোঃ দুলু মিয়া ( ২৮) ও কলকৎখাঁ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ হারুণ মিয়াকে জামালগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ টহলরত হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মোঃ দুলু মিয়া ( ২৮) কে ৩ মাস ও মোঃ হারুণ মিয়া (২৭) কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।