জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে বিল দখলকে কেন্দ্র করে বুধবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত সেলিম মিয়া (৫০) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঘোষগাঁও গ্রামের মতলিব মিয়ার নিকট থেকে বলাইপাড়ার কাচা মিয়া একটি বিল ইজারা নেন। এই বিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন সেলিম মিয়া (৫০), কাচা মিয়া (৪৫), গৌছ মিয়া (৭০), আনোয়ার হোসেন (৩৫), স্বপন মিয়া (২৫), সেলিম মিয়া (৪০), দরছ মিয়া (৪৫)। গুরুত্বর আহতাবস্থায় সেলিম মিয়াকে কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন সংঘর্ষের ঘটনার কথা স্বিকার করেছেন।