তাহিরপুর প্রতিনিধি::
‘আমিই করব ম্যালেরিয়া নির্মূল’ এই শ্লোগান কে সামনে রেখে ২৫ এপ্রিল বৃহষ্পতিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূন সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় নবনির্মিত ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও প্রধান সহকারী তৈয়াবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন,ডাঃ মৃতুঞ্জয় কুমার সরদার,সাব্বির আহমদ,সুমন চন্দ্র বর্মন,বেলায়েত হোসেন,সিনিয়র ষ্টাফ নার্স সুমনী আক্তার,সৌহার্দ ৩প্রজেক্ট টেকনিক্যাল অফিসর কবিতা রানী ঘোষ,কেয়ার প্রতিনিধি শেখর রায় প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন বলেন,ম্যালেরিয়ার বিষয়ে সবাইকে সব সময় সর্তক থাকা খুবেই জরুরি। ম্যালেরিয়া নিমূর্লে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি এরোগের বিভিন্ন লক্ষন ও প্রতিকার নিয়ে আলোচনা করেন।