1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

মানবকল্যাণে গ্রো-ফাউন্ডেশনের কর্মকান্ড প্রশংসনীয়: ড. জয়া সেনগুপ্তা এম

  • আপডেট টাইম :: বুধবার, ১০ এপ্রিল, ২০১৯, ১০.৩৪ এএম
  • ২২৯ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রো-ফাউন্ডেশন সমাজের দরিদ্র অসহায় মানুষদের কল্যাণে বিশেষ করে দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ভার, অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত মানুষের চিকিৎসার ব্যবস্থা, বেকার নারী-পুরুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, গরু-ছাগল, রিক্সা বিতরণ সহ নানান সমাজসেবামূলক কাজের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। যা সত্যিই প্রশংসার দাবী রাখে। তিনি সমাজের বিত্তবানদের গ্রো-ফাউন্ডেশনের ন্যায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার আহবান জানান।
বুধবার বেলা ১১টায় দিরাই উপজেলা পরিষদ গণমিলনায়তনে গ্রো-ফাউন্ডেশন আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার ও পক্ষকালব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে, প্রভাষক কামনাশীষ রায় ও আনাছ মিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, আড. সোহেল আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী প্রমুখ। পরে বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা। উল্লেখ্য, দিরাই শাল্লার প্রাক্তন সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত ও বর্তমান সাংসদ ড. জয়া সেনগুপ্তার একমাত্র উত্তরাধিকারী প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত আর্ত-মানবতার সেবায় কাজ করার লক্ষ্যে বিগত ২০১৬ ইং সনে প্রতিষ্ঠা করেন গ্রো-ফাউন্ডেশনের। প্রতিষ্ঠালগ্ন থেকে ফাউন্ডেশন তাদের নিজস্ব অর্থায়নে দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ভার বহন, অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত মানুষদের চিকিৎসা সহায়তা, বেকার যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন, রিক্সা, গরু-ছাগল বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ঈদ ও পূজা উপলক্ষ্যে দরিদ্রদের মধ্যে নতুন পোশাক বিতরণ, শিক্ষাসামগ্রী বিতরণ, মেধা অন্বেষণ প্রতিযোগিতা, কম্পিউটার প্রশিক্ষণ, পুরান ঢাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ পরিচালনা করে আসছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!