সাইফ উল্লাহ::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মধ্যনগর উপজেলা হবে। হাওরে আরো ব্যাপক উন্নয়ন হবে। এ বিষয়ে শিগ্রই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলব। তিনি বলেন, হাওরের জেলা সুনামগঞ্জে বিষেশায়িত বিশ্ববিদ্যালয় হবে। এই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে উন্নয়নের জোয়ার বয়। সুনামগঞ্জের ধর্মপাশা থেকে সাচনা বাজার পর্য়ন্ত ওভার ব্রীজও একদিন হবে।
শুক্রবার বিকেলে ধর্মপাশা উপজেলায় আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস ও আওয়ামী লীগ নেতা জুবায়ের পাশা হিমুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ খোদেজা মান্নান, ধর্মপাশা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর কবির, সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার, মধ্যনগর যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমূখ।