তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিভিন্ন মাধ্যমিক স্কুলে স্কুল ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন সকাল থেকে শুরু হয়েছে। প্রতিটি স্কুলে জাতীয় নির্বাচনের মত করে নির্বাচন পরিচালনা করা হচ্ছে। আর দায়িত্বে রয়েছে বিদ্যালয়ের শিক্ষকগন। সকাল থেকে উপজেলা স্কুল গুলোতে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শুরু হয়েছে চলবে দুপুর ২টা পর্যন্ত।
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন চলবে। উপজেলা ১৬টি স্কুল ও ৪টি মাদ্রাসায় এক সাথে স্কুল কেবিনেট নির্বাচন হচ্ছে। তিনি আরো জানান সারা বাংলাদেশেই এই স্কুল কেবিনেট নির্বাচন হচ্ছে।
উপজেলার দক্ষিনকুল এস,ই,এস,ডি মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় পরির্দনে যান উপজেলা মাধ্যমিক সহাকারী শিক্ষা কর্মকর্তা রমা কান্ত দেবনাথ তিনি জানান,সকাল থেকে নির্বাচন শুষ্ট ও সুন্দর ভাবে ভাবেই চলছে।
বাংলাদেশ সরকারী শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ শাখার সভাপতি মোদাচ্ছির আলম জানান,নির্বাচনের প্রধম ধাপ স্কুল কেবিনেট নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটবে।