দিরাই প্রতিনিধি::
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোটদানের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামীলীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। সকল মান-অভিমান ভুলে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দলীয় প্রতিক দিয়ে প্রার্থী নির্বাচন করেছেন। দলীয় প্রার্র্থীর বিরোদ্ধাচরন করে অন্যকে সুযোগ করে দেয়া কারো জন্যই মঙ্গল হবেনা। মনে রাখতে হবে নৌক জিতলে সবাই জয়ী হবেন, হারলে সবাই পরাজিত হবে। নৌকা হারলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে। প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী নুর মিয়া তালুকদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বিকাশ রায়ের পরিচালনায় বর্ধিতসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দলীয় চেয়ারম্যান প্রার্থী প্রদীপ রায়, সহ-সভাপতি ফখর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মোশাররফ মিয়া, আওয়ামীলীগ নেতা ইসহাক মিয়া, তজম্মুল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান, দলীয় নেতা মহসিন খান, ইশতিয়াক হোসেন মঞ্জু, মিলন মিয়া, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর সবুজ মিয়া, কামরুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ছাত্রলীগ নেতা সায়েল চৌধুরী, সজীব মিয়াসহ বিভিন্ন ইউনিয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।