স্টাফ রিপোর্টার::
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সভাপতি, সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। উদ্বোধন শেষে অটিস্টিক শিশুরা খেলাধুলায় মেতে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আসিফ আল জিনাত, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, ডাঃ মোঃ তানজিল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুনামগঞ্জ শহরের অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটি স্থাপন করা হয়। বর্তমানে এখানে জেলার অটিস্টিক শিশুরা এখানে আনন্দের মাধ্যমে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।