স্টাফ রিপোর্টার ::
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ, বাজেট সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ইকবাল কাগজী।
কার্যনির্বাহী কমিটি’র সদস্য গিয়াস চৌধুরী’র সঞ্চালনায় সভায় অতিথির বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আলী আমজাদ, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, সাবেক সিভিল সার্জন ডা. মনোওয়ার আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চাঁন মিয়া।
সভায় বিভিন্ন প্রশ্ন ও দাবি উত্থাপন করেন সাবেক পিপি অ্যাড. শফিকুল আলম, অ্যাড. নজরুল ইসলাম, আব্দুল গফুর, মশিউর রহমান, আবু সত্তার, মো. মঈনউদ্দিন, অ্যাড. বিমান কান্তি রায়, হাবিবুর রহমান, অ্যাড. গিয়াস উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, অ্যাড. খলিল রহমান প্রমুখ।
সভায় বাজেট ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ।
সভার বার্ষিক প্রতিবেদনে সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ জানান, ২০১৮ সালে আজীবন সদস্য ৫৭ জন, সাধারণ সদস্য ২ জন ও ছাত্রছাত্রী সদস্য ২০জন সদস্যপদ লাভ করেছেন। লাইব্রেরি নামে পূবালী ব্যাংক লিমিটেডে ৬টি এফডিআর হিসেবে ২৫ লক্ষ টাকা আছে। একই ব্যাংকে সঞ্চয়ী হিসাবে ২ লক্ষ ৩৬ হাজার ৭৪২ টাকা রয়েছে। আমার কার্যমেয়াদে ২০১৮ সালে ৯ লক্ষ টাকা এফডিআর করা হয় এবং নতুন করে ৪ লক্ষ টাকা এফডিআর বাজেটের আয়ের অংশে জমা হয়েছে।
তিনি আরো জানান, ২০১৮ সালে দাতা সদস্য, আজীবন সদস্য, সাধারণ সদস্য ও ছাত্রছাত্রী সর্বমোট ৪১৩জন বই বাসায় নিয়ে পড়েছেন এবং লাইব্রেরিতে এসে পাঠকের সংখ্যা ১৪ হাজার ২৬৫ জন। তাছাড়া ২০১৮ সালে লাইব্রেরির নিজস্ব তহবিল থেকে ৯৯ হাজার ৯১৫ টাকা ব্যয়ে ৩৫৭টি বই ক্রয় করা হয়েছে।
সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার পর থেকে মারা যাওয়া আজীবন সদস্য, সাধারণ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। তাছাড়া সভায় কার্যনির্বাহী কমিটির নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন অতিথিরা।