স্টাফ রিপোর্টার::
ছাতকে আওয়ামীলীগের নির্বাচনী আঞ্চলিক কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরী মামলায় স্থানীয় এক সাংবাদিকসহ ৬ জনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেছেন আদালত। বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালত(ছাতক জোন)’র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেলাল মিয়া তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের আব্দুল তাজিরের পুত্র, দৈনিক ডেসটিনি পত্রিকার উপজেলা প্রতিনিধি মোশাহিদ আলী, মোহনপুর গ্রামের আমরুজ আলী, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারন গ্রামের নূর মিয়ার পুত্র বদরুল হুদা, শফিক মিয়ার পুত্র রাজু মিয়া, ছায়াদ মিয়ার পুত্র লায়েক মিয়া, জলালপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র আমিন উদ্দিন। গত বছরের ২৭ ডিসেম্বর রাতে ধারনবাজারে আওয়ামীলীগের নৌকা প্রতীকের নির্বাচনী আঞ্চলিক কার্যালয় ভাংচুর ও কার্যালয়ে অগ্নিসংযোগে করে দুবৃর্ত্তরা। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সাকের রহমান বাবুল বাদী হয়ে অর্ধশাতাধিক ব্যক্তির বিরুদ্ধে নাশকতার অভিযোগে গত ২৮ ডিসেম্বর ছাতক থানায় একটি মামলা(নং-১৬) দায়ের করেন।