1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জের ৫টি আসনে কে কত ভোট পেয়েছেন

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮, ৭.৪৫ পিএম
  • ৫০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ৫টি আসনে প্রতিদ্বন্ধী ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট প্রার্থী বাদে সবাই জামানত হারিয়েছেন। ৫টি আসনে কে কত ভোট পেয়েছেন তার পরিসংখ্যান।
সুনামগঞ্জ-১: আমান উল্লাহ আমান (জাকের পার্টি, গোলাপফুল) ৪৪৩। নজির হোসেন (বিএনপি, ধানের শীষ) ৭৮৯১৫। ফখর উদ্দিন (ইসলামি আন্দোলন, হাতপাখা) ১৪৩০। বদরুদ্দোজা সুজা (বাংলাদেশ মুসলিম লীগ, হারিকেন) ১৮৫। মোয়াজ্জেম হোসেন রতন (আ.লীগ, নৌকা ২৬৪০২৪।
সুনামগঞ্জ-২। গুলজার আহমদ (গনতন্ত্রী পার্টি, কবুতর) ২০৮। ড. জয়া সেনগুপ্তা, নৌকা) ১২৪০১৭। নিরঞ্জন রায় (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, কাস্তে) ৩৩৩ ভোট। মাহমুদ হাসান চৌধুরী (বাংলাদেশ মুসলিম লীগ, হারিকেন) ৮৭ ভোট। মো. আব্দুল হাই (ইসলামি আন্দোলন, হাতপাখা) ৩৫৫। নাছির উদ্দিন চৌধুরী (বিএনপি, ধানের শীষ) ৬৭৫৮৭।
সুনামগঞ্জ-৩। এমএ মান্নান (আ.লীগ, নৌকা: ১৬৩১৪৯। মাহফুজুর রহমান খালেদ (লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ছাতা) ৫১৩। মুহিবুল হক আজাদ ( ইসলামি আন্দোলন, হাতপাখা) ৩২৮। মো. শাহজাহান চৌধুরী (জাকের পার্টি, গোলাপফুল) ১২৬। মো. শাহীনুর পাশা চৌধুরী (বিএনপি, ধানের শীষ) ৫২৯২৫। সৈয়দ শাহ মুবশ্বির আলী (বাংলাদেশ মুসিলম লীগ, হারিকেন) ৫১।
সুনামগঞ্জ-৪: আল হেলাল মো. ইকবাল মাহমুদ (মুসলিম লীগ, হারিকেন) ১১৫। তানভির আহমদ তাছলিম (ইসলামি আন্দোলন বাংলাদেশ, হাতপাখা) ১৫২৯। পীর ফজলুর রহমান মিসবাহ (জাতীয় পার্টি, লাঙ্গল) ১৩৭২৮৯। মোহাম্মদ আজিজুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস, রিক্সা) ১৪১৬। মোহাম্মদ কামরুজ্জামান (স্বতন্ত্র, সিংহ) ৩৬৫। মোহাম্মদ দিলোয়ার (এনপিপি, আম) ৪৫৬। মোহাম্মদ ফজলুল হক আছপিয়া (বিএনপি, ধানের শীষ) ৬৯৭৪৯।
সুনামগঞ্জ-৫: আয়ুব করম আলী (গণফোরাম, উদীয়মান সূর্য) ৬৪৬। মুহিবুর রহমান মানিক (আ.লীগ, নৌকা) ২২১৩২৮। মুহাম্মদ শফিক উদ্দিন খেলাফত মজলিস, দেওয়াল ঘড়ি) ২০৬। মা. আব্দুল অদুদ (ন্যাপ, কুড়ঘর) ৬৩৫। মো. আশরাফ হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, টেলিভিশন) ৮১। মো. নাজমুল হুদা (জাতীয় পার্টি, লাঙ্গল) ৫৫১। মিজানুর রহমান চৌধুরী (বিএনপি, ধানের শীষ) ৮৯৬৪২। মো. হোসাইন আল মামুন (ইসলামি আন্দোলন বাংলাদেশ, হাতপাখা ১২৪)।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!