দিরাই প্রতিনিধি ঃ-
সুনামগঞ্জের দিরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমানকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। আজ( ২৩-১২-১৮) রোববার সকাল সাড়ে ১০টার দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ দিরাই মধ্য বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, গ্রেফতারকৃত মিজান নাশকতা মামলার আসামী, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।