বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জ-১ আসন (জামালগঞ্জ,ধর্মপাশা ও তাহিরপুর) নিয়ে গঠিত। এই আসনে আ,লীগ কর্তৃক সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারনার অফিস দখলের অভিযোগ উঠেছে।
জানা যায়,জেলার ধর্মপাশা উপজেলায় সুখাই রাজাপুর উত্তর ইউনিয়নের গোলোকপুর বাজারে বৃহস্পতিবার(১৩,১২,১৮)দুপুরে সাড়ে ১২টায় বিএনপির অফিসে পূর্ব ঘোষিত নির্বাচনী প্রচারনায় যোগ দেবার কথা ছিল নজির হোসেনের। মিটিং ছিল এবং সেই অনুযায়ী মাইকিং করা হয়। কিন্তু এই অবস্থায় আ,লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীরা হঠাৎ করেই কোন কথা না বলেই জোর পূর্বক অফিস দখল করে নৌকা মার্কার পোষ্টার লাগিয়ে নৌকা প্রচার চালায়। এবং এই এলাকায় মহরা দেয় তারা। এসময় বিএনপির নেতাকর্মী,সমর্থক ও বিএনপির দলীয় মনোনীত প্রার্থী কোন সংঘর্ষে না জরিয়ে এই অবস্থায় এড়িয়ে প্রশাসনের সহযোগীতার জন্য ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং অফিসার ও ওসি সাহেব কে অবগত করেন। এই গঠনার সত্যতা নিশ্চিত করে ক্ষোভ প্রকাশ করে ধর্মপাশা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমজাদ বলেন,আমরা নির্বাচন প্রচারনা করতে পারছিনা সব সময় বাধার শিকার হচ্ছি। আমরা সরকার দলীয় কেডারদের সাথে কোন সংর্ঘষে না গিয়ে অন্যত্র মিটিং করছি। এই যদি হয় সরকারের নিরেপক্ষতা তা হলে বিএনপির অফিস দখলের মত ৩০ ডিসেম্বর প্রতিটি ভোট কেন্দ্র দখল করে নিজেরাই (আ,লীগের লোকজন) ভোট দিবে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেন,দেশে নিরপেক্ষতা বলতে কিছুই নেই। আ,লীগের লোকজন বিএনপির অফিস দখল করে তা হলে কিভাবে সুষ্ট নির্বাচন হবে। প্রশাসনকে নিরপেক্ষতার সাথে সঠিক ভাবে আইন প্রয়োগ না করে তাহলে গত নির্বাচনের মত নিজেরাই ভোট দিবে। এ দেশেরে জনগন আর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে না।
এই বিষয়ে ধর্মপাশা থানার ওসি এজাজুল বলেন,এই অভিযোগ পেয়েছি আমার পুলিশ সেখানে গিয়েছে। আর আ,লীগের দাবি এই অফিসটি পূর্বে যুবলীগের অফিস ছিল। তারপরও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার ওবায়দুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিএনপির অফিস দখলের খবর পেয়ে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি। বিএনপির অফিস ফিরিয়ে দেওয়া হবে।