স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনের মহাজোট প্রার্থীসহ ৫টি আসনে আওয়ামী রীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। জেলা পরিষদ মিলনায়তনে বুধবার রাতে অনুষ্ঠিত মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিবাহ উদ্দিন সিরাজ।
অনুষ্ঠানে স্থানীয় সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। মতবিনিময়ে তৃণমূল নেতৃবৃন্দ নির্বাচন বিষয়ে নানা পরামর্শ প্রদান করেন।
নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের মহাজোট মনোনীত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, শঙ্কর দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা আলমগীর কবীর, আসাদুজ্জামান সেন্টু, রনজিত চৌধুরী রাজন, এডভোকেট বুরহান উদ্দিন প্রমুখ।