হাবিবুর রহমান- হাবিব, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ ডিসেম্বর বুধবারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিন নারী মুক্তিযোদ্ধা ( বীরাঙ্গনা) কে ২ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড (প্রতিজনকে) ও কোঠফিন বিজয় ফুল আনুষ্ঠানিক ভাবে সম্মাননা হিসেবে প্রদান করা হয়।
নারী মুক্তিযোদ্ধা মোছাঃ জমিলা খাতুন, মোছাঃ মুক্তাবান বানু, মোছাঃ পিয়ারা বেগমকে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় অশ্রুসিক্ত নয়নে তিন মুক্তিযোদ্ধা নারী অন্যদেরও আবেগাপ্লুত করেন।
এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মুক্তাদির হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত, শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, শাল্লা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দীন মুহাম্মদ, শাল্লা উপজেলা সমাজসেবা অফিসার অঃদাঃ মোঃ নাজমুল হাসান, শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, আটগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হাবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী সহ প্রমুখ সুধী জন উপস্থিত ছিলেন।