সাইফ উল্লাহ:
জামালগঞ্জে বিএনপি’র সাংগঠনিক সম্পাদকসহ ২ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়ালীউল্লাহ সরকার, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসিরউদ্দিন ও বিএনপি নেতা নিরঞ্জন দেবনাথ সহ ২ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এসময় যোগদান কারী নেতাকর্মীদেরকে ফুল দিয়ে বরণ করেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাদের বখত, উপজেলা আ. লীগ সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আ. লীগ নেতা জহিরুল হক তালুকদার, যুগ্ম – সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আসাদ আল আজাদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা এমপি রতনকে নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী নির্বাচনে বিজয় সুনিশ্চিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।