স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমদ বাংলাদেশে আসছেন। আগামীকাল মঙ্গলবার তিনি দেশে আসবেন। পরদিন থেকে তিনি সুনামগঞ্জ জেলার ৫টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় নামবেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির প্রতীক নৌকায় ভোট দিতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ফরহাদ আহমদের ঘনিষ্ট বন্ধু এডভোকেট বুরহান উদ্দিন বলেন, ফরহাদ আহমদ মঙ্গলবার সকালেই লন্ডন থেকে দেশে এসে নামবেন। তিনি সুনামগঞ্জের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে নিয়মিত প্রচারণা চালাবেন।