স্টাফ রিপোর্টার::
প্রতীক্ষার অবসান ঘটেছে সনামগঞ্জ-৩ আসনের বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের। আলোচিত প্রার্থী গণফোরামের নজরুল ইসলামের বদলে এই আসনে জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সজসভাপতি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। তিনি ধানের শীষ প্রতীকে লড়বের বলে জানা গেছে।
শনিবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। তবে গণফোরামের প্রার্থী নজরুল ইসলাম এখনো হাল ছাড়েননি বলে জানা গেছে।
উল্লেখ্য আগামীকাল রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন।