স্টাফ রিপোর্টার::
৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস। এ দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামন থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে র্যালীটি শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন।
পরে সকল শহীদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পৌরসভার মেয়র নাদের বখত, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক সহ সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ।
শহীদের প্রতি শ্রদ্ধা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, “১৯৭১ সালের ৬ ডিসেম্বর সুনামগঞ্জ পাকহানাদার মুক্ত হয়। এই দিনে ভোর থেকে সাব-সেক্টর কমান্ডার মেজর মোতালেব এর নেতৃত্বে মুক্তিবাহিনীরা হানাদার বাহিনী ও রাজাকার-আলবদরদের উপর হামলা চালালে সেই দিন পালিয়ে যায় পাকিস্তানিরা।”
তিনি আরো বলেন, “আগামী প্রজন্ম জানতে এই দিনটি সম্পর্কে আরো বেশি করে জানতে পাওে সেজন্য আমরা জেলা প্রশাসন দিনব্যাপী নানা ধরনের কর্মসূচি হতে নিয়েছি।”
সুনামগঞ্জ দিসব উপলক্ষে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।