স্টাফ রিপোর্টার::
নির্বাচনের ডামাঢোল আনুষ্ঠানিক বাজার আগেই সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রচারণা শুরু করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিশ্বম্ভরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় করেছেন। গত শনিবার তিনি মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদে প্রচারণা চালান। এসময় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা তাকে অকুণ্ঠ সমর্থন প্রদান করেন।
আজ রবিবার সদর উপজেলার শহরতলির কুরবান নগর ইউনিয়নে তিনি একই লক্ষ্যে প্রচারণা চালান। এই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দও তাকে সমর্থন প্রদান করেন বলে জানা গেছে। কুরবান নগর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের সঙ্গে বিকেলে তিনি মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকতসহ ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ।