1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১১ মে ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাওরে মাটি ভরাট করে আর রাস্তা করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ দুর্নীতি: এক ওয়ার্ডের প্রার্থী পেয়েছেন আরেক ওয়ার্ডে চাকুরি সুনামগঞ্জে আকষ্মিক বন্যা মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় সড়ক দুর্ঘটনায় ‘অড সিগনেচার’ ব্যান্ডের পিয়াল নিহত হন ইসরাইল সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: হোয়াইট হাউস প্রশিক্ষণ বিমানের সেই পাইলটের মৃত্যু পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, বিদ্যুৎ ও যোগাযোগে বিপর্যয়ের আশঙ্কা এসএসসির ফল প্রকাশ আগামী রোববার, জানবেন যেভাবে সিলেটে অর্ধ কোটি টাকার ভারতীয় চিনিসহ আ ট ক হয়েছেন চারজন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত কামাল উদ্দিন

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন: প্রতিমন্ত্রী এমএ মান্নান

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮, ৩.১২ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

নূরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ৭১ সালে দেশ স্বাধীন করে যেভাবে ইতিহাস সৃষ্টি করেছিলো, ঠিক তেমনিই ভাবে ২০০৮ সাল থেকে দুই মেয়াদে টানা ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ন করে নতুন করে বাংলাদেশকে বিশে^র বুুকে উপস্থাপন করে ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশ এখন বিশে^র বুকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমাদের দেশে আরও উন্নয়ন বাকি রয়েছে, সেই উন্নয়ন বাস্তবায়ন হলে, এই দেশ একটি উন্নত দেশ হিসাবে বিশে^র বুকে মাথা উচু করে দাড়াবে। আর তখনি বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আর সেই স্বপ্ন বাস্তবায় করতেই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আবারও আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর ও ইসলামপুর গ্রামবাসীর আয়োজনে পাগলা বাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। আলোচনা সভায় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক’র সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, সমুজ আলী, মজর আলী, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, যুবলীগ নেতা কামরুল ইসলাম, সোহেল রানা তালুকদার, মকবুল হোসেন, ব্যবসায়ী দেলোয়ার হোসেন সহ প্রমূখ। অপরদিকে সকাল সাড়ে ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চুরখাই জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন, পরে দুপুর ১২টায় ৪৫ মিনিটে চুরখাই কৃষ্ণতলায় কৃর্ত্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক খান, আনোয়র বেগ, বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, মাও. আব্দুল কাইয়ূম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু মিয়া, সাধারণ সম্পাদক ফয়জুল করিম,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান পরিষদের সভাপতি জগদীশ দে রানা প্রমূখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!