স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত দীগেন্দ্র তালুকদারের বড় ছেলে দ্বীপায়ন তালুকদার (৩৫) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৯ টা ২০ মিনিটে সুনামগঞ্জ সদর হাসপাতালে অকালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ভাই, দুই বোন, স্ত্রী, এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে হেছেন।মঙ্গলবার বিকালে গ্রামের শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়।
দ্বীপায়ন তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জেলা আ. লীগের সহ সভাপতি সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্যসচিব বিন্দু তালুকদার।