সাইফ উল্লাহ::
২২৪ সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর) নির্বাচনী আসনের আওয়ামী লীগের ৬ মনোনয়ন প্রত্যাশী মোয়াজ্জেম হোসেন রতনকে সমর্থন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৬ মনোনয়ন প্রত্যাশী। সমর্থনকারীরা হলেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমদ বিলকিছ, জামালগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ বারের সাবেক চেয়ারম্যান,দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান মনিন্দ্র চন্দ্র তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ধর্মপাশা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ধর্মপাশা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শামীম আহমেদ মুরাদ।
বিবৃতিতে এই মনোনয়ন প্রত্যাশীরা জানান, মোয়াজ্জেম হোসেন রতন এমপি নির্বাচিত হওয়ার পর হাওরাঞ্চল অধ্যুষিত এ আসনে উন্নয়ন ও অগ্রগতির ছোঁয়ায় দৃশ্যপঠ পাল্টে গেছে। এমনকি তৃনমুল আওয়ামীলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় ৩৭ টি দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক দলীয় কার্যালয় আওয়ামী লীগের নিজস্ব জায়গায় নির্মাণ করে দিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত।