স্টাফ রিপোর্টার, দক্ষিণ সুনামগঞ্জ::
সুনামগঞ্জ-০৩(দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) বিএনপির মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় ফরম সংগ্রহ করেছেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজা। গত বৃহ¯পতিবার রাজধানীর নয়া পল্টনস্থ বিএনপির কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন তার ভাই সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ স¤পাদক মো. লুৎফুর রহমান জায়গীরদার খোকন ও জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে ঐদিন বিকালে রেজাউল কবির জায়গীরদার রাজার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ ব্যাপারে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কেন্দ্রীয় কৃষক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজা বলেছেন, যত দিন বেঁচে থাকব হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাব। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমি দক্ষিণ সুনামগঞ্জ বাসীর জন্য সেবার ব্রত নিয়ে নির্বাচনে দাড়িয়ে ছিলাম। কিন্তু আমি বিজয়ী হতে পারিনি। তিনি আরও বলেন, জনগণের সেবা করতে চাই আর এ জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছি। দল যদি আমাকে মনোনয়ন দেন তাহালে আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেবা করতে চাই। আমি মনোনয়ন পেলে অবশ্যই বিজয় নিয়ে আসবো ইনশাআল্লাহ।