স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাতকের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী। সোমবার তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসময় তার সঙ্গে বিএনপির ছাতক-দোয়ারার বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মিজানুর রহমান চৌধুরী সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। নির্বাচনী এলাকায় তার বিশাল কর্মী বাহিনী রয়েছে। গত বছর জেলা বিএনপির কমিটি গঠিত হলে সাধারণ সম্পাদক দাবিদার ছিলেন মিজান। এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তাকে ডেকে নিয়ে কমিটির বদলে সংসদ নির্বাচনে প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন। সেই নির্দেশনা অনুসারেই তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।