1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া জামালগঞ্জে ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ‘হৃদয়ে জাগে একাত্তর’ গ্রন্থের মোড়ক উন্মোচন ছাতকে জমিতে পানি সেচের প্রতিবন্ধকতা করে তারাবিলে মৎস্য আহরণ, অবশেষে বন্ধ ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নে কলেজ ও ওয়ার্ড ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হবে: এমপি মানিক মাহির জামিন মঞ্জুর করলেন আদালত সুনামগঞ্জে আন্তজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার গ্রেপ্তার শাল্লার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপকের বিরুদ্ধে অপপ্রচার: সুধীজনের ক্ষোভ ও নিন্দা ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত জামালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা জামালগঞ্জে দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন

সুনামগঞ্জ -৫ আসনে জাতীয় পার্টির মনোয়ন ফরম জমা দিলেন জাহাঙ্গীর আলম

  • আপডেট টাইম :: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮, ২.২৯ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ -৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম। সোমবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির দফতর সম্পাদক সুলতান মাহমুদের হাতে তিনি মনোয়ন ফরম জমা দেন। এসময় জাতীয় পার্টির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে (১১, নভেম্বর) রবিবার মনোয়ন ফরম সংগ্রহ তিনি। জাবা মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান, জাপা নেতা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের নির্দেশে দীর্ঘদিন যাবৎ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ছাতক-দোয়ারায় তৃণমূল পর্যায়ে কাজ করেছি। প্রতিটি এলাকায় গণসংযোগ, মতবিনিময়, আলোচনা সভা, নির্বাচনী সভা-সমাবেশসহ লিফলেট বিতরণ করেছি। সাধারণ মানুষের কথা শুনতে তাদের সাথে সার্বক্ষণিক মিশেছি। ছাতক-দোয়ারায় জাতীয় পার্টিকে সুসংগঠিত করে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছি। এককভাবে নির্বাচন করতেও আমি প্রস্তুত। আশা করছি সুনামগঞ্জ -৫ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান আমাকে মনোয়ন দেবেন এবং মনোয়ন পেলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।’
এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সুনামগঞ্জ -৫ আসনে জাতীয় পার্টির মনোয়ন ফরম জমা দিয়েছেন একই আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আ.ন.ম. অহিদ কনা মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমি। এই আসনে জাতীয় পার্টির মনোয়ন পেতে এপর্যন্ত ৪ জন মনোয়য় ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!