স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ীয় ও তরুণ উদ্যোক্তা এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট করদাতা নির্বাচিত হয়েছেন। সোমবার সকালে সিলেটের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ট করদাতার পুরষ্কার তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মা. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সিলেট বিভাগের শীর্ষ ব্যবসায়ীসহ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. সিরাজুল ই্সলাম। অন্যদের মধ্যে ছিলেন, সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. সোহরাওয়ার্দী, সিলেটের কাস্টম কমিশনার গোলাম মো. মুনির, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমেদ।
এদিকে জেলার শ্রেষ্ট করদাতা মনোনীত হওয়ায় খন্দকার মঞ্জুর আহমদকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা। এছাড়াও জেলা যুবলীগের নেতবৃন্দও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।